ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

জাতীয়

বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং দেওয়ায় জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং দেওয়ায় জরিমানা 

হবিগঞ্জ: বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং দেওয়ার অভিযোগে হবিগঞ্জ শহরের কাচ্চি বাড়ি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে এই জরিমানা করা হয়।

সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেছে।

অধিদপ্তরটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বাংলানিউজকে জানান, অভিযানে পরিলক্ষিত হয় হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোডে কাচ্চিবাড়ী রেস্টুরেন্টের বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং দেওয়া হচ্ছে। এজন্য ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

পরে মবিলের গায়ে মূল্য তালিকা না থাকায় জেলা শহরের ফায়ার সার্ভিস রোডের মা মটরসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।