ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
রূপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা, একটি প্রাইভেট কার ও নগদ ৩০০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, রোববার (২৯ জানুয়ারি) রূপগঞ্জের রুপসী থেকে মুড়াপাড়াগামী সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহাগ মিয়া (২৩), তরিকুল ইসলাম (২৫) ও মো. মামুন মিয়া (২৪)।

প্রথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন যাবত তারা অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট এনে ঢাকা ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।