ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খিরা বাঁচাতে ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ক্ষেত মালিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
খিরা বাঁচাতে ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ক্ষেত মালিকের

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলায় নিজের পাতা ফাঁদে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সুলতান মোল্লা নামে এক ক্ষেত মালিক।  

সোমবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

মৃত সুলতান মোল্লা রমজানকাঠি গ্রামের মোজাহার মোল্লার ছেলে।

জানা যায়, উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামে চোরের হাত থেকে রক্ষার জন্য খিরা ক্ষেতে কাঁটাতারের বেড়ায় বৈদ্যুতিক ফাঁদ দিয়ে রাখেন ক্ষেত মালিক সালতান মোল্লা। সোমবার সকালে ভুল করে সুলতান মোল্লা নিজেই সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।  
 
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, সুলতান মোল্লার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।