ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে বিশ্বজ্যোতি-ইমাম পুনরায় নির্বাচিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
শ্রীমঙ্গল প্রেসক্লাব নির্বাচনে বিশ্বজ্যোতি-ইমাম পুনরায় নির্বাচিত সভাপতি ও সম্পাদকের ফাইল ছবি

মৌলভীবাজার: ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন (২০২৩-২০২৫) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিশ্বজ্যোতি চৌধুরী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল পুনরায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত প্রেসক্লাব হলরুমে এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক দিপংকর দেব নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী দুইজন সহ-সভাপতি হলেন দীপংকর ভট্টাচার্য লিটন এবং আবুল ফজল মো. আব্দুল হাই ডন, যুগ্ম-সম্পাদকরা হলেন মো. ইয়াছিন আরাফাত রবিন ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসানুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (লটারির মাধ্যমে নির্বাচিত) মো. মামুন আহমেদ।

এছাড়া পাঁচজন কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. শাকির আহমেদ, সনেট দেব চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব ও আবুজাফর রহমান বাবলা (লটারির মাধ্যমে নির্বাচিত)।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন এবং সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিটন চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সর্দার ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচন চলাকালীন সময়ে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী রাজীব মাহমুদ মিঠুন নির্বাচন কার্যক্রম পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ জানুয়ারি শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২১-২০২২) নির্বাচনে বিশ্বজ্যোতি চৌধুরী সভাপতি এবং মো. ইমাম হোসেন সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বিবিবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।