ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের আইনজীবীরা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন: সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
নারায়ণগঞ্জের আইনজীবীরা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন: সভাপতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আইনজীবীরা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।  

তিনি বলেন, আইনজীবীরা আগামী দিনের ভবিষ্যতের জন্য রায় দিয়েছেন।

তারা অতীতে ভুল করেনি ভবিষ্যতেও করবে না।

মঙ্গলবার দিনগত রাতে (৩১ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি আমাদের মুরুব্বি সংসদ সদস্য একেএম সেলিম ওসমানকে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ আমাদের নেতা সংসদ সদস্য একেএম শামীম ওসমানের কাছে। আপনারা আমাদের পক্ষে রায় দিয়েছেন আমরা আপনাদের স্মার্ট বার উপহার দেব।

এসময় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহসীন মিয়া বলেন, আপনারা সকাল থেকে আমাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেকারণে আপনাদের সব আইনজীবীদের আমি ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।

এসময় নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।