ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কলেজে পড়া হলো না ইসরাফিলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
কলেজে পড়া হলো না ইসরাফিলের মো. ইসরাফিল

লক্ষ্মীপুর: কলেজে ভর্তি হতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র মো. ইসরাফিল (১৭) মারা গেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

 

এর আগে গত ২২ জানুয়ারি দুপুরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরে চর লরেন্স এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর হয় ইসরাফিল।

সে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর উভূতি গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।

তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসরাফিল কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে। গত ২২ জানুয়ারি ভর্তির জন্য কলেজে যায় সে। দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে লরেন্স বাজারের দক্ষিণে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর থেকে সে আইসিইউতে ছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।