ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় ট্রেনের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
উত্তরায় ট্রেনের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন নিহত 

ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আব্দুর রশীদ (৬৯) নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান।

তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকার রেলগেটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুর রশীদের।

নিহত পাবনার সাথিয়া উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে উত্তো এলাকায় থাকতেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় বাজার করতে গিয়েছিলেন। ঘটনার পরপরই মরদেহের পাশে ব্যাগ ভর্তি কাঁচা তরকারি পাওয়া গেছে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার ‍মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানিয়েছে, আব্দুর রশীদ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।