ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
নীলফামারীতে শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা

নীলফামারী: নীলফামারী জেলার সদর উপজেলায় শেখ কামাল অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষ হয়েছে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে খেলা শেষে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করা হয়।

 

জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিনব্যাপী দৌড়, বর্ষা নিক্ষেপ, হাই জাম্পসহ ৩২টি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, শুধু পড়াশোনা নয়, খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে নানা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ফলে ভালো খেলোয়ার যেমন তৈরি হচ্ছে, তেমনি সুস্থ দেহ সুন্দর মনের অধিকারী হচ্ছেন শিক্ষার্থীরা।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছয়টি অঞ্চল থেকে ফাইনাল খেলায় ২২৮ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮জন বিজয়ী হয়েছেন। প্রত্যেককে সনদপত্র ও মেডেল দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।