ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
বরিশাল কারাগারে কয়েদির মৃত্যু

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগকারী কয়েদির মৃত্যু হয়েছে।

জেলার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই কয়েদির নাম ফারুক ভুইয়া (৬৩)। ২০০৭ সালে একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোন তিনি।

আবুল বাশার বলেন, কয়েদি ফারুক ভূইয়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুধুমাত্র জানুয়ারি মাসেই তিনি দুই বার অসুস্থ হয়ে শেবাচিমে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করলে গভীর রাতে মারা যান।

মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কারাগার থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এমএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।