ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আজ রোববার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন এ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, বাবুল কাজীর শরীর ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসায় ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সবশেষ আজ রোববার বিকেলে তিনি মারা গেছেন।
বাবুল কাজীর হৃদস্পদন পাওয়া না যাওয়ায় সাড়ে ৫টায় তার ভেন্টিলেশন খুলে নিয়ে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বনানীর বাড়িতে ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন কাজী বাবুল। সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নেওয়া হয় আইসিইউতে।
চিকিৎসকরা তখন বলেছিলেন, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে, শ্বাসনালীও পুড়েছে।
আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী জানান, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী নাদিরা ফারজানা রুনা ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে থাকতেন। বাবুল কাজী গার্মেন্টসের ব্যবসায়ী।
তিনি জানান, বাবুল কাজীর ধূমপানের অভ্যাস ছিল। শনিবার ভোরে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তখন তিনি নিজেই বাথরুমের দরজা খুলে বাইরে বের হন। তখন স্ত্রী সন্তানরা মিলে তাকে বাসা থেকে বের করে সরাসরি হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এজেডএস/এসএএইচ