ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক্টরের চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ট্রাক্টরের চাপায় প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হান্নান জুয়েল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার জগৎপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান জুয়েল (৩৫) হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নিহত জুয়েল সিএনজিচালিত অটোরিকশায় করে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। অটোরিকশাটি জগৎপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় জুয়েল অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। পরে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।