ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলি উল্টে ফকরুল নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ভোলায় ট্রলি উল্টে ফকরুল নিহত, আহত ১০

ভোলা: ভোলার বাংলাবাজারে ট্রলি উল্টে ফকরুল (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ শ্রমিক।

বুধবার (০১ ফেব্রুয়ারি) বাংলাবাজার-বাঘমারা ব্রীজের বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহত ফকরুল দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের সিরাজের ছেলে। আহতদের ভোলা ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শেখ ফরিদ জানান, বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালের দিকে একটি ট্রলি ১৭ জন শ্রমিক নিয়ে বাঘমারা ব্রীজের দিকে যাচ্ছিলো। বটতলা এলাকায় এসে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হলেও দুপুরের দিকে ফকরুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে বলেও জানান পুলিশের এই পরিদর্শক।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।