ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে জেলেদের মধ্যে ৫ লাখ টাকার জাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
আমতলীতে জেলেদের মধ্যে ৫ লাখ টাকার জাল বিতরণ ফাইল ফটো

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮টি গ্রুপের ৪০ জন জেলেদের মধ্যে ৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার মিটার জাল বিতরণ করা হয়েছে।  

দেশীয় প্রজাতির মাছ ও সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অফিস ওই জাল বিতরণ করেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে জাল বিতরণের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার ও মেরিন ফিসারিজ অফিসার সায়েদ মো. ফারাহ।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।