ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেড় ঘণ্টা পর আখাউড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
দেড় ঘণ্টা পর আখাউড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রেক শো ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ফের সচল হয়েছে। ফলে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চট্রগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আখাউড়ার রেল স্টেশনের আউটার থেকে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রেন সচল হওয়ার বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম সিকদার বলেন, আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে যাওয়ার পর বিকল ইঞ্জিনটি রেখে অন্য একটি অতিরিক্ত ইঞ্জিন লাগানো হয়। প্রায় দেড় ঘণ্টা পরে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টাগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিকেল প্রায় পৌনে ৫টায় আখাউড়া রেলস্টেশনের আউটারে প্রবেশের সময় হঠাৎ করে ইঞ্জিনের ব্রেক শো ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়ে। এতে করে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২ , ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।