ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

লাখ টাকার জালনোটসহ ২ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, ফেব্রুয়ারি ৩, ২০২৩
লাখ টাকার জালনোটসহ ২ জন আটক

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ টাকার সমমূল্যের জাল নোটসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা হলেন- বাদল মোল্লা (৪৮) ও মাসুম মিয়া (৩৩)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১০ এর সদস্যরা।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, আটককৃতরা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন ব্যস্ততম এলাকায় জাল টাকা সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।