ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
বকশীগঞ্জে ভাইস চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদারের নির্শত মুক্তির দাবি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন, নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, ছাত্রলীগ নেতা সাইদুজ্জামান লাল, ইয়াসিন তালুকদার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, ফজলুল রহমান খুদু প্রমুখ।

উল্লেখ্য, জুমান তালুকদারকে গত ১ ফেব্রুয়ারী ঢাকা শ্যামলী থেকে আটক করে পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) তিন দিনের রিমাণ্ড চেয়ে আদালতে হাজির করা হলে রোববার (৫ ফেব্রুয়ারি) শুনানীর দিন ধার্য করে আদালত।

এর আগে, গত ২৫ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়ীতে ডাকাতির ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করে শাহিনার বোন মাহামুদা আক্তার। মামলায় এ পর্যন্ত জুমানসক ১৫ জনকে আটক করে পুলিশ।

ডাকাতির এই ঘটনা সম্পূর্ন সাজানো ও মিথ্যা দাবি করে আসছে আওয়ামী লীগের একটি অংশ।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।