ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৬০০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
ভৈরবে ৬০০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেলোয়ার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকার মানিক মিয়ার ছেলে।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ভৈরব উপজেলার মেন্দিপুর সাকিনস্থ ভোলা মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা।  জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।  এসময় মাদক বিক্রেতা দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।