ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ভটভটির ধাক্কায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
নওগাঁয় ভটভটির ধাক্কায় বাইকার নিহত

নওগাঁ: নওগাঁর বদলগাছিতে গরু বোঝাই ভটভটির ধাক্কায় জাহিদুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাতাজী-হাপানিয়া রোডের ভুবন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহিদুল ইসলাম জেলার মহাদেবপুর উপজেলার সারতা এলাকার রুবেলের ছেলে। এছাড়া আহত মোটরসাইকেল আরোহীর নাম কবির উরফে আনিস।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মোটরসাইকেলের ওই দুই আরোহী মহাদেবপুর থেকে মাতাজীর দিকে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি গরু বোঝায় ভটভটির সঙ্গে তাদের মুখোমুখি ধাক্কা লঅগে। এতে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু হয়। আর সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।