ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘোড়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ঘোড়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর  প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিরোধপূর্ণ জমিতে চারা রোপণের সময় আমেনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারোপাইকেরগড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম একই এলাকার সেকেন্দার আলীর স্ত্রী।  

পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ওই জমিতে অনেক আগে থেকেই চাষাবাদ করে আসছিলেন সেকেন্দার আলী। শনিবার সকালে ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান সেকেন্দারের ছেলে আলামিন। এসময় পাশেই দাঁড়িয়ে ছিলেন তার মা আমেনা বেগম। পরে চারা রোপণ করতে বাধা দেয় প্রতিপক্ষের মিন্টু মিয়া। কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু মিয়া ধারালো চাকু দিয়ে এলোপাথাড়িভাবে আমেনাকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।