ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে ভারতীয় স্কাফ সিরাপসহ গ্রেফতার ৭ 

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
ভৈরবে ভারতীয় স্কাফ সিরাপসহ গ্রেফতার ৭ 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৭৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাফসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে এ তথ্য জানান।

 

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চণ্ডিবের উত্তরপাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলাম ওরফে সাগর (৩০), একই উপজেলার কমলপুর-গাঁছতলাঘাট এলাকার নান্নু মিয়ার ছেলে ইমরান হোসেন (২০), নিউটাউন (ভাণ্ডারী বাড়ী) এলাকার হুমায়ুন কবিরের ছেলে আলামিন (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালিশিমা এলাকার কালা মিয়ার ছেলে রাজিব আহম্মদ (২৪), একই উপজেলার আনাদাউদপুর উপজেলার রুস্তমের ছেলে জসিম কাজী (৩০), একই এলাকার রমজান আলীর ছেলে তোফাজ্জল (১৮) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকার রওশন মিয়ার ছেলে সবুর (২০)।  

জেলা পুলিশের মিডিয়াসেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে পৌনে ৫টার দিকে ভৈরব উপজেলার কমলপুর সাকিনস্থ নিউটাউন মোড়ের সিলেট-ঢাকাগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৭৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।  

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের মিডিয়াসেল।  

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।