ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আগুনে পুড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
পিরোজপুরে আগুনে পুড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের আগুনে পুড়ে মো. সোহেল হাওলাদার (২৫) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে পিরোজপুর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণচুড়া ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সোহেল হাওলাদার ওই এলাকার নজরুল হাওলাদারের ছেলে।

নিহতের ভাই নাসির হওলাদার জানান, রাত ৩টার দিকে হঠাৎ তার ভাই সোহেলের ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আমরা আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেই। এ সময় ওই ঘরে একা ঘুমে থাকা সোহেল আগুনে পুড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিস দল এসে আগুন নিভিয়ে তার মরদেহ উদ্ধার করেন। সোহেল অবিবাহিত ছিলেন।  

তিনি আরও জানান, তার ঘরটি কাঠ ও টিনের তৈরি ছিলো। আগুনে পুড়ে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে আর তার ভাইও পুড়ে প্রায় ছাই হয়ে গেছেন। ধারনা করা হচ্ছে, ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

পিরোজপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে ওই ঘরে থাকা মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।  

পিরোজপুর সদর থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ওই রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘরের ভিতর থাকা ওই মাছ ব্যবসায়ী আগুনে পুড়ে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।