ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে রেস্তোরাঁ ব্যবস্থাপককে গুলির ঘটনায় মামলা, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
না.গঞ্জে রেস্তোরাঁ ব্যবস্থাপককে গুলির ঘটনায় মামলা, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একটি রেস্তোরাঁয় তর্কের জেরে ব্যবস্থাপকে গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

এই মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রোববার রাতে শহরের চাষাঢ়ার সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁর ব্যবস্থাপক কাজল গুলিবিদ্ধ হন। ঘটনার পরপর দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতাররা হলেন- আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আফজাল হোসেন (৫০) ও তার ছেলে (নাম জানা যায়নি)।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামি আফজাল ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে পূর্ব ঘটনার জেরে রেস্তোরা ব্যবস্থাপকের সঙ্গে কথা কাটাকাটি ও ধ্বস্তাধস্তি হয় আফজালের। পরে রেস্তোরাঁ ব্যবস্থাপককে গুলি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।