ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

৫ মামলার আসামি ডাকাত হান্নানসহ গ্রেপ্তার ৩ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
৫ মামলার আসামি ডাকাত হান্নানসহ গ্রেপ্তার ৩ 

ঢাকা: ডাকাতি, মাদকসহ পাঁচ মামলার আসামি পেশাদার দুর্ধর্ষ ডাকাত মো. আব্দুল হান্নানকে (৪৫) ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। এ সময় হান্নানের সঙ্গে তার আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- মোঃ খোকন সরদার (৫০) ও মো. সোলেমান মৃধা (২০)।  

মঙ্গলবার (৭ জানুয়ারি)ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে কমলাপুরের পানির পাম্পের গেটের সামনে থেকে তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মতিঝিল থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, মতিঝিলের কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পিছনে কমলাপুর পানির পাম্পের গেটের সামনে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় পুলিশের টহল টিমটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-১০ জন ডাকাত পালানোর সময় হান্নানসহ খোকন ও মৃধাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছুরি, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি কাঠের হাতলযুক্ত হাতুড়ি, একটি স্টেইনলেস স্টিলের ছুরি, একটি স্টিলের ধারালো চাকু ও একটি প্লাস্টিকের স্ক্রুড্রাইভার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার তিনজনসহ পলাতক ডাকাতরা দেশীয় অস্ত্রসহ রাস্তায় ডাকাতি করার জন্য কমলাপুর পানির পাম্পের গেটের সামনে অবস্থান করছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার হান্নানের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ ও খিলগাঁও থানায় মাদক, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ পাঁচটি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।