ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
সাতক্ষীরায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার

সাতক্ষীরা: ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে খুলনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- খুলনা ছোটবহেরা এলাকার মো. আশরাফ মোল্লার ছেলে মো. মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত আব্দল লতিফ এর ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহমেদ, বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান এ সব তথ্য জানান।  

ওসি জানান, ১৭ জানুয়ারি সাতক্ষীরা থেকে অরবিন্দ দাস নামের এক ব্যক্তির ইজিবাইক চুরি হবার পর তার অভিযোগের প্রেক্ষিতে চোর চক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা পুলিশ ফাড়ির এসআই মো. মুস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় ইজিবাইক ছিনতাই চক্রের তিন সদস্যকে খুলনা থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।