ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
কালিহাতীতে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় হালিম মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে কালিহাতী উপজেলার জোকারচর এলাকার বাসিন্দা।

এতে আহত হয়েছে আরও একজন।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হয়।  

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বঙ্গবন্ধু সেতু গোল চত্ত্বরের দিকে যাচ্ছিলেন হা‌লিম। এ সময় অটোরিকশাটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধ নিহত হয়। এ ঘটনায় আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।