ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের পোস্টার না সরালে ব্যবস্থা নেবো: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
মেট্রোরেলের পোস্টার না সরালে ব্যবস্থা নেবো: ওবায়দুল কাদের রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: মেট্রোরেলের পিলারে লাগানো পোস্টার না সরালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আয়োজিত সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, মেট্রোরেলের এত সুন্দর পিলারগুলো আজকে পোস্টারে ভরে গেছে। আমি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, পোস্টারগুলো যারাই লাগিয়েছেন তুলে ফেলুন, অন্যথায় যারা লাগিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। পৃথিবীর কোন উন্নত দেশে এ ধরনের সংস্কৃতি চালু আছে? মানুষ সচেতন না হলে কোনো উন্নয়নে পরিপূর্ণতা লাভ করতে পারবে না।

ব্রিফিংয়ের আগে সেতুমন্ত্রী মৎস্য ভবন মোড়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।