ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খেজুরের রস নামিয়ে ফেরা হলো না গাছির!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
খেজুরের রস নামিয়ে ফেরা হলো না গাছির! প্রতীকী চিত্র

রাজশাহী: খেজুর গাছের রস নামিয়ে বাড়িতে ফেরার পথে মৃত্যু হয়েছে লাভলু প্রামাণিক (৩২) নামে এক ব্যক্তির।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর বাঘা উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃত লাভলু প্রামাণিক উপজেলার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিগ্রামের মৃত আব্দুল মজিত প্রামাণিকের ছেলে।

নিহতের বড় ভাই মাইনুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আজও (৮ ফেব্রুয়ারি) সকালে কলিগ্রাম মাঠে খেজুর গাছের রস নামিয়ে বাড়ি ফিরছিলেন লাভলু। পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

এদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম জানান, আজ (৮ ফেব্রুয়ারি) বাদ যোহর জানাজার নামাজ শেষে মরদেহ দাফন করা হয়েছে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, স্বাভাবিক মৃত্যু হওয়ায় পরিবারের কোনো অভিযোগ ছিল না। তাই এ ব্যাপারে থানায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।