ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
মেহেরপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে হোটেল, মুদিখানা, ফলের দোকানসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

সজল আহমেদ জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অপরাধে মেসার্স খুশি মিষ্টান্ন ভাণ্ডারকে এক হাজার, একই অপরাধে রহিদুল রহিদ মিষ্টান্নকে ছয় হাজার; মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স রকিবুল ফল ভাণ্ডারকে এক হাজার ও একই অপরাধে মেসার্স আরিফ স্টোরকে দুই হাজারসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানে ওই চার দোকান থেকে ভেজার সব পণ্য জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলাম ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।

জনস্বার্থে এ অভিযান ধরনের অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক সজল আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।