ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাইকে ট্রাকের চাপা, প্রাণ গেল কলেজছাত্রের, ২ বন্ধু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
বাইকে ট্রাকের চাপা, প্রাণ গেল কলেজছাত্রের, ২ বন্ধু আহত প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বালুবাহী একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু।

বুধবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে বেলকুচি পৌর এলাকার চালা উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সাব্বির হোসেন উপজেলার নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। তিনি বেলকুচি সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।  

আহতরা হলেন- একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪)।  

তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বুধবার রাতে মোটরসাইকেলে করে তিন বন্ধু মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে তিনজনই আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যান। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।