ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ছেলের মৃত্যুবার্ষিকীর মাছ ধরতে পুকুরে নেমে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ছেলের মৃত্যুবার্ষিকীর মাছ ধরতে পুকুরে নেমে বাবার মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ছেলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের জন্য মাছ ধরতে পুকুরে নেমে শ্রী প্রণয় সরকার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নে তাতা সরদারপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

নিহত শ্রী প্রণয় সরকার ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ২০২২ সালে আজকের এই দিনে শ্রী প্রণয় সরকারের ছেলে পিনাকি সরকার (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রণয় সরকার আত্মীয়-স্বজনদের খাওয়ানোর আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানের জন্য মাছ ধরতে বুধরার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে নামেন প্রণয় সরকার। এরপর থেকে নিখোঁজ হন তিনি। পরে এলাকাবাসী রাতভর অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়াই আজ সকালে মহাদেবপুর ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে বৃহস্পতিবার দুপুরের দিকে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এমন একটি মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।