ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ঢাকা: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকির হোসেন মোল্লাকে (৫০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৩ সালের ১ আগস্ট রাজধানীর ভাষানটেক থানার মাটিকাটা চেকপোস্টে ১ দশমিক ৫ কেজি হেরোইনসহ মো. নুর আলম (৪৮) নামে এক ব্যক্তিসহ আটক হন জাকির হোসেন মোল্লা। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়। আদালতে মাদক মামলায় আসামি জাকিরের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। ২০২১ সালের ডিসেম্বরে জাকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এএসপি মো. ফজলুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২’র একটি দল বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানার এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে আটক করে। তিনি মামলার রায়ের পর থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। জাকিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।