ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষাসফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
শিক্ষাসফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

সাতক্ষীরা: শিক্ষাসফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে প্রাণ হারিয়েছে সৈকত হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ফরিদপুর জেলার ভাঙ্গা ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায় সে।

নিহত সৈকত সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। সে বল্লীর মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে শিক্ষাসফরের জন্য ছয়টি গাড়িতে করে ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান তারা। বঙ্গবন্ধুর মাজার দেখার পর ফেরার পথে ভাঙ্গা ব্রিজে যাত্রাবিরতি নেওয়া হয়। এসময় সৈকত হোসেন সেলফি তোলার জন্য ব্রিজের রেলিংয়ে ওঠার চেষ্টা করলে পা ফসকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ অবস্থায় সৈকতকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ইনজামান শুভ জানান, সৈকত চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিত।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।