ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে বাসের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
জামালপুরে বাসের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত

জামালপুর: রাজিব পরিবহনের ঢাকাগামী বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন সৌরভ হোসেন নামে কাভার্ড ভ্যানের এক চালক। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদরের জয়রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই চালকের নাম সৌরভ হোসেন (৩৫)। তার বাড়ি ময়মনসিংহ শহরের কৃষ্টপুরে।

স্থানীয়রা জানান, জামালপুরগামী বেকারী পণ্যবাহী কাভার্ড ভ্যানটি রাস্তার বাম পাশেই ছিল। এ সময় বেপরোয়া গতিতে রাজিব বাসটি ডানে এসে পড়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কাভার্ড ভ্যানের চালক।

জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রাজ্জাক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে, তারা ময়মনসিংহ থেকে রওয়ানা দিয়েছেন।

তিনি আরও জানান, নিহতের পরিবার অভিযোগ দিলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।