বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে স্থানীয় রজ্জব শাহর দরবারের দিঘীতে ডুবে ফাহিম (১১) নামে এক শিশু নিহত হয়েছেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দিঘীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় শিশুটি।
শিশু ফাহিম বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের শ্রমীক আবুল কালামের ছেলে। বাবা-মায়ের সঙ্গে ওই দরবারে চলমান ১০৩তম বার্ষিক ওরশে এসেছিল সে।
এদিকে, খবর পেয়ে ওই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক ব্যক্তি পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয় দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক বলেন, জোকা (রজ্জব শাহ) দরবার শরীফের দিঘিতে গোসল করতে নেমে একটি ছেলে নিখোঁজ হয়। আমরা সবাই অনেক খোঁজাখুঁজি করেছি। কোথাও পাওয়া যায়নি। পরে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান চালায়।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে স্থানীয় এক ব্যক্তি পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে।
দিঘীতে প্রায় ২০ ফুট পানি ছিল। শিশুটি হয়তো সাতার জানত না তাই ডুবে গেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এনএস