ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
সিলেটে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে শিশু নিহত

সিলেট: সিলেটে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু নিহত ও প্রাইভেটকারের চালকসহ ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী ইউনিয়নের হাবিব হোসেন ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হবিগঞ্জগামী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩০৮৬) ও প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৫-৭৬৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের দিক দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল এবং নর্থইস্ট হাসপাতালে পাঠানা হয়।

এ ঘটনয়া আহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকার সন্তোষ দে, তার স্ত্রী রিতা দে, মেয়ে বৃষ্টি দে (১০), ছেলে সৌম্য দেব (০৮) ও মৌ দে (০৫)। হাসপাতালে নেওয়ার পর শিশু সৌম্য দেবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, মৌলভীবাজার থেকে আসা প্রাইভেটকার যাত্রীরা বিয়ের মঙ্গলচরণ অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনায় হতাহতরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আর নিহতের মরদেহ অনুমতি সাপেক্ষে স্বজনরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।