ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে, আহত ৭ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে, আহত ৭  দুর্ঘটনা কবলিত পর্যটকবাহী বাসটি

রাঙামাটি: রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে সাতজন আহত হয়েছেন।  

শুক্রবার (১০ ফেব্রুয়ারি)বিকেলে জেলা শহরের পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের পরিচয় পাওয়া যায়নি।  

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পর্যটন এলাকায় চট্টগ্রাম মাদারবাড়ী থেকে আসা একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে পাঠায়।  

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের রাঙামাটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।