ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গাঁজাসহ ৬ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
মেহেরপুরে গাঁজাসহ ৬ মামলার আসামি গ্রেফতার আটক: প্রতীকী ছবি

মেহেরপুর:  মেহেরপুরে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতিসহ ৬ মামলার আসামি মারফত আলীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মারফত আলী জেলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের এমাজ উদ্দীনের ছেলে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর ও গাংনী থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মোট ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলাগুলো আদালতে বিচারাধীন।

গাঁজা উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।