ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ঘরে খাটের নিচে পড়েছিল নারীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
ফরিদপুরে ঘরে খাটের নিচে পড়েছিল নারীর মরদেহ

ফরিদপুর: ফরিদপুরে বসত ঘরের খাটের নিচ থেকে ঝুমা আক্তার (৩৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া নামক এলাকার একটি বাড়ি থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত ঝুমা ওই এলাকার মৃত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল আহাদ তালুকদারের মেয়ে।  

জানা যায়, স্থানীয়রা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে দুর্গন্ধ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ঘরের তালা খুললে খাটের নিচে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায়। এসময় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে ঘরের ভেতর থেকে নিহতের মা ও এক বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মরদেহটি ৮-১০ দিন আগের বলে ধারণা পুলিশের।  

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের শেখ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি ঘরের খাটের নিচ থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ৮-১০দিন আগে তাকে হত্যা করা হয়েছে।  

এছাড়া মরদেহের মুখমণ্ডল আগুন অথবা এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে, মৃত্যুর আসল কারণ এখনো জানা যায়নি। নিহতের মা ও এক বোনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রুতই এ রহস্যের উদঘাটন করা যাবে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।