ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
রাঙামাটিতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

রাঙামাটি: রাঙামাটিতে ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।  

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি বিসিক প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা।

বিসিক রাঙামাটি জেলার সহকারী ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- রাঙামাটি উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মনোয়ারা বেগম, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আফসারসহ অন্যান্য উদ্যোক্তা।

বক্তারা বলেন, বর্তমান বিশ্ব শিল্পায়নের যুগে প্রবেশ করেছে। অর্থনৈতিক মুক্তি চাই। তাই ব্যক্তি এবং দেশকে এগিয়ে নিতে শিল্পায়নের যুগে উদ্যেক্তা হওয়ার বিকল্প নেই।

এবারের মেলায় ২০ জন উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছেন। মেলার সমাপ্তি ঘটবে আগামী ২২ ফেব্রয়ারি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।