ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, ফেব্রুয়ারি ১২, ২০২৩
পাঁচবিবিতে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল কৃষকের ভিমরুল: ফাইল ফটো

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভিমরুলের আক্রমণে সবদুল্লাহ মোল্লা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কৃষক পাঁচবিবি উপজেলার রতনপুর জোড় পুকুরিয়া গ্রামের মৃত বয়তুল্লা মোল্লার ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওই কৃষক মাঠে নিজের জমিতে মরিচ তুলতে গেলে এক ঝাঁক ভিমরুল তাকে আক্রমণ করে। ফলে তার সারা শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।