ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
নাটোরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

নাটোর: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী।

আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অসুস্থ বৃদ্ধা রাবেয়া রাতে তার নাতনির সঙ্গে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদ্রাসায় ইসলামী জালসা শুনতে গিয়েছিলেন। জালসা শেষে ভুল করে ওই বৃদ্ধাকে রেখে তার নাতনি বাড়ি চলে যায়। পরে ওই বৃদ্ধা রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রেলওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ