শরীয়তপুর: দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুরে জাজিরায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার। বিশেষ অতিথি ছিলেন, পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী।
এসময় উপস্থিত অতিথিবৃন্দের পাশাপাশি মৎস্য অধিদপ্তর থেকে সিনিয়র কর্মকর্তারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে উপস্থিত স্থানীয় প্রায় অর্ধ শতাধিক জেলে এবং কৃষকদের মাছ ও শামুক সংরক্ষণের জন্য উদ্বুদ্ধকরণের পাশাপাশি এ সংক্রান্ত উন্নয়ন প্রকল্প নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
আরএ