ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরের লালপুরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
নাটোরের লালপুরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু

নাটোর: নাটোরের লালপুরে ইটবোঝাই ট্রলির ধাক্কায় সম্মাতুল বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় ট্রলিচালক নয়ন আলীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্মাতুল উপজেলার আড়বাব হাসবাড়িয়া এলাকার বাবুল হোসেনের স্ত্রী।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বাংলানিউজকে জানান, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসবাড়ীয়া গ্রামের সড়ক দিয়ে একটি ইটবোঝাই ট্রলি যাচ্ছিল। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই সম্মাতুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় ইসলামী জালসা শুনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী। আজ সকালে উপজেলার বিলমাড়িয়া  ইউনিয়নের মোহরকয়া এলাকায় মাটি বহনকারী একটি ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ফরহাদ আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত ফরহাদ একই এলাকার আজিত মোল্লার ছেলে। সে ওই ট্রাক্টরের হেলপার বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।