ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
কামরাঙ্গীরচরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. সিদ্দিকুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে কামরাঙ্গীরচর মাদবর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্দিকের ভাই ইদ্রিস আলী জানান, তাদের বাড়ি মাদারীপুর কালকিনি থানার উর্বির চর গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর রানি মার্কেট কাঠপট্টি এলাকায় থাকতেন এবং সেখানে কাঠের ব্যবসা করতেন।

তিনি আরও জানান, তিনি রাতে কাঠ কিনতে কামরাঙ্গীরচর বেড়িবাঁধে একটি 'স' মিলে যান। সেখান পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। মাদবর বাজার এলাকায় আসলে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে ওই মোটরসাইকেল চালকসহ কয়েকজন পথচারী তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।