ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সম্পত্তি বিরোধে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
সম্পত্তি বিরোধে ছেলের হাতে বাবা খুন জয়নুদ্দিন

ময়মনসিংহ: সম্পত্তি বিরোধের জেরে ময়মনসিংহে ছেলের হাতে বাবা জয়নুদ্দিন (৮০) খুনের ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে জেলা সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক ছেলে আব্দুল মতিন পলাতক রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও পরাণগঞ্জ ইউনিয়নের বিট অফিসার মো. হাফিজ বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। কিছুদিন ধরে তার দুই সংসারের সন্তানদের মধ‍্যে সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব চলছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার ভোরে প্রথম স্ত্রীর সন্তান মতিন তার বাবাকে খুন করে পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।