ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেদারল্যান্ডসে কোরআন অবমাননা, বাংলাদেশের তীব্র নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
নেদারল্যান্ডসে কোরআন অবমাননা, বাংলাদেশের তীব্র নিন্দা

ঢাকা: নেদারল্যান্ডসে এক উগ্র ডানপন্থী কর্মী পবিত্র কোরআনের একটি কপি অপবিত্র করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রতিবাদের অধিকার’, ‘বাকস্বাধীনতা’ বা ‘মানবাধিকারের’ নামে নেদারল্যান্ডসে এক মাসের মধ্যে এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে আবারও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করা এবং মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক- সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি, ১৪, ২০২৩
টিআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।