ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ফাইল ফটো

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে জমিলা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে জামতৈল ইউনিয়নের আলোকদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জমিলা বেগম ওই গ্রামের সামছুল তালুকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আলোকদিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন জমিলা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর তার পরিবারের সদস্যরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ মৃধা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।