ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজৈরে বাসচাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
রাজৈরে বাসচাপায় বাইকার নিহত ফাইল ফটো

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আমগ্রামে বাসের চাপায় স্বপন শেখ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন শেখ উপজেলার গঙ্গাবর্দী গ্রামের সোনামিয়া শেখের ছেলে। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের কর্মী ছিলেন।  

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, গত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ওপরে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় সাকুরা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই স্বপন শেখ নামে ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।