ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৩ অভিবাসী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৩ অভিবাসী নিখোঁজ

লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৭৩ অভিবাসী নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা মারা গেছেন।

 

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

মঙ্গলবার অভিবাসীবোঝাই নৌকাটি ডুবে যায়। সাতজনকে জীবিত উদ্ধার করা হলেও গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

লিবিয়ান রেড ক্রিসেন্ট ও পুলিশ এই পর্যন্ত ১১টি মরদেহ উদ্ধার করেছে।  

নৌকাটি ইউরোপে যাচ্ছিল। ইউরোপে যাওয়ার এই পথকে আইওএম অভিবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ভয়াবহ সমুদ্রপথ হিসেবে আখ্যা দিয়েছে।  

চলতি বছর ইতোমধ্যে ১৩০ জন ভূমধ্যসাগরের এই পথ দিয়ে ভয়াবহ যাত্রায় মারা গেছেন।  

আইওএম বলেছে, গত বছর নিঁখোজ অভিবাসী প্রকল্প এক হাজার ৪৫০ জনের মৃত্যু তালিকাভুক্ত করেছে।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।