ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সৌমিত্র, সেক্রেটারি শিহাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সৌমিত্র, সেক্রেটারি শিহাব

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আই.ই.বি) এর ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদে প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দি এবং সেক্রেটারি পদে প্রকৌশলী সৈয়দ শিহাবুর রহমান নির্বাচিত হয়েছেন।  

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কর্তৃক মনোনীত ‘সবুর-মঞ্জু’ প্যানেল হতে নির্বাচন করে তারা নির্বাচিত হন।

প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দি বর্তমানে হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, বি.এস.আর.এম পদে ও প্রকৌশলী সৈয়দ শিহাবুর রহমান ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সতীনাথ বসাক নির্বাচিত হয়েছেন।  

গত ৯ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে সারাদেশে আইইবির কেন্দ্রসমূহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।